জাতীয় শোক দিবসে বিসিবির কর্মসূচি

প্রকাশ | ১৫ আগস্ট ২০২০, ০৮:৩৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজকে (১৫ আগস্ট) বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমী প্রাঙ্গনে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনেই বিসিবি কর্মকর্তারা এইসব কর্মসুচি পালন করবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার দুপুর দেড়টায় শুরু হবে দুস্থদের মাঝে খাদ্য বিতরণের কাজ। এ সময় পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে। এতে উপস্থিত থাকবেন বোর্ড পরিচালক, খেলোয়াড় ও কর্মকর্তারা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভার্চুয়াল দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল, যা ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড হিসেবে পরিচিত। বিপথগামী একদল সেনা সদস্যের সশস্ত্র হামলায় বঙ্গবন্ধু পরিবারের প্রায় সব সদস্য নিহত হন। শুধু মাত্র বিদেশে থাকার কারণে বেঁচে গেছেন তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

(ঢাকাটাইমস/১৫ আগস্ট/এআইএ)