ইরানের অস্ত্র নিষেধাজ্ঞা বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান নিরাপত্তা পরিষদের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২০, ১০:১৪

ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবে ১১ দেশ ভোট দেয়া থেকে বিরত থেকেছে; আর এর পক্ষে ও বিপক্ষে ভোট পড়েছে দু’টি করে। এক বিবৃৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

ক্ষোভ প্রকাশ করে মাইক পম্পেও বলেছেন, ইরানের ওপর ১৩ বছরের পুরানো অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর এক যুক্তিসঙ্গত প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং বিশ্বের শীর্ষস্থানীয় সন্ত্রাসবাদের স্পনসরকে জাতিসংঘের নির্দিষ্ট বিধিনিষেধ ছাড়াই প্রচলিত অস্ত্র ক্রয়-বিক্রয় করার পথ সুগম করেছে।'

যুক্তরাষ্ট্র ও ডোমিনিকান রিপাবলিক প্রস্তাবটির পক্ষে এবং চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দিয়েছে। বাকি কোনো দেশ ভোটাভুটিতে অংশ নেয়নি। করোনাভাইরাসের প্রকোপের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে শুক্রবার রাতে অনলাইনে নিরাপত্তা পরিষদের এ বৈঠকে অনুষ্ঠিত হয়।

মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় এখন পরমাণু সমঝোতার ভিত্তিতে চলতি বছরের অক্টোবর মাসে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। তবে মাইক পম্পেও দাবি করেছেন, তার দেশ এ সংক্রান্ত প্রচেষ্টা অব্যাহত রাখবে।

মঙ্গলবার প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে তুলতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। পরে তা থেকে বিরত থাকে দেশটি। প্রস্তাবের শুরু থেকেই মনে করা হচ্ছিল যে এটির পক্ষে যথেষ্ট ভোট পাওয়া যাবে না।

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় বলা হয়েছিল, ২০২০ সালের অক্টোবর মাসে তেহরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। এর ফলে এখন ইরান আগামী অক্টোবর মাস থেকে বহির্বিশ্বের সঙ্গে সমরাস্ত্র বেচাকেনা করতে পারবে।

ঢাকা টাইমস/১৫আগস্ট/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :