ক্ষেতজুড়ে কৃষক লিখলেন ‘করোনা এবার চলে যাও’

প্রকাশ | ১৫ আগস্ট ২০২০, ১২:৫৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। প্রায় আট মাস ধরে করোনা আতঙ্কে মানুষ। স্বাভাবিক জীবনে ভয়াবহ পরিবর্তন এসেছে। করোনার প্রকোপ কবে শেষ হবে তাও জানে না কেউ। এমন অবস্থায় করোনা থেকে নিস্তার চায় প্রতিটি মানুষ। অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে করোনার প্রতি ভিন্নরকম অনুরোধ জানানো হয়েছে। ক্ষেতজুড়ে করোনাকে চলে যাওয়ার কথা লিখেছেন কৃষকরা।

যুক্তরাষ্ট্রের মিশিগানে ১৩ একর ভুট্টার ক্ষেতজুড়ে কৃষকরা লিখেছেন, কোভিড গো অ্যাওয়ে (কোভিড তুমি চলে যাও)। সেই খামারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর ভাইরাল হয়েছে।

বিশ্বে করোনা পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন দুই কোটি ১৩ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে সাত লাখ ৬৩ হাজারের বেশি মানুষ।

ঢাকা টাইমস/১৫আগস্ট/একে