পর্তুগাল থেকে ট্রফি নিয়েই ফিরতে চাই: ম্যানসিটি কোচ

প্রকাশ | ১৫ আগস্ট ২০২০, ১৬:২৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

চার বছর আগে ম্যানচেস্টার সিটি প্রথম চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে খেলেছিল। শনিবার লিসবনে লিয়ঁকে হারাতে পারলে আবার তাদের সামনে শেষ চারে খেলার সুযোগ। এমনকি ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারানো পেপ গুয়ার্দিওলার ক্লাবকেই অনেকে এবার ট্রফির দাবিদার মনে করছেন।

সার্জিও আগুয়েরোর অনুপস্থিতিতে ম্যানসিটি গোলের জন্য যাঁর উপরে সবচেয়ে বেশি ভরসা করছে, সেই গ্যাব্রিয়েল জেসুস পর্য‌ন্ত বলেছেন, ‘আমি স্বপ্ন দেখতে ভালবাসি। কল্পনা করি, ওই ট্রফিটা হাতে নিয়ে ছবি তুলছি!’

জেসুস অবশ্য এটাও জানাচ্ছেন, চ্যাম্পিয়ন্স লিগ জেতা মারাত্মক কঠিন। যদিও বার্সেলোনাকে দুবার ইউরোপ সেরা করা কোচ গুয়ার্দিওলার কথা, ‘চেষ্টা তো করতেই হবে। পর্তুগাল থেকে ট্রফি নিয়ে যাওয়াই একমাত্র লক্ষ্য। তবে আমরা যদি মনে করি, রিয়ালকে হারিয়ে অনেক কিছু করে ফেলেছি, তাহলে বুঝব মানসিকতায় আমরা পিছিয়ে আছি। আমাদের আরও বড় স্বপ্ন দেখতে হবে। ট্রফি জিততে রিয়ালের মতো আরও বড় সব ক্লাবকে হারাতেই হবে।’

কিন্তু প্রতিপক্ষ হিসেবে কতটা শক্তিশালী রোনালদোর জুভেন্টাসকে ছিটকে দেওয়া লিয়ঁ? গতবার এই চ্যাম্পিয়ন্স লিগেই তাদের কাছে নিজেদের মাঠে হেরেছিল ম্যানসিটি! গুয়ার্দিওলা বলেছেন, ‘প্রত্যেককে সাবধান করে দিয়েছি। ম্যাচটা হালকাভাবে নেওয়া যাবে না। ওরা অঘটন ঘটিয়েই এই জায়গায় এসেছে।’

(ঢাকাটাইমস/১৫ আগস্ট/এসইউএল)