‘বাংলার মাটিতে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হবেই’

প্রকাশ | ১৫ আগস্ট ২০২০, ১৬:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের কয়েকজনের বিচার হয়েছে, বাকিদের বিচারও বাংলা মাটিতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। তিনি বলেন, ‘এই দেশটা জন্ম দেয়ার জন্য যুদ্ধ করেছেন এবং জেল খেটেছেন আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ তাকে হত্যা করা হয়েছে। এই বাংলা মাটিতে তার হত্যাকারীদের বিচার করা হবেই।’

শনিবার সকালে (১৭নং ওয়ার্ড) কুড়িল বিশ্ব রোডের পাশে বালুর মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে গরিব-দুঃখী ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

করোনাকালে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই করোনাকালে আমাদের সচেতন হতে হবে এবং সবাইকে মাক্স ব্যবহার করতে হবে। ওষুধ খাওয়ার দরকার নেই। মাক্স পরলে নিজে ভালো থাকবেন, অন্যরা ভালো থাকবে।’

শেখ বজলুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশ মেনে চলবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন। করোনা চলে যাবে, দেশ অনেক উন্নত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা হবে।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘সচেতন হলে আমরা সবাই ভালো থাকবো। তাই এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে এই হোক আমাদের কামনা।’

তিনি সাংবাদিকদের প্রশংসা করে বলেন, ‘করোনা সময় সাংবাদিকরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং কষ্ট করে খবর সংগ্রহের করে জাতির সামনে তুলে ধরছেন তার জন্য তাদের অনেক ধন্যবাদ।’ তিনি সবার কাছে বঙ্গবন্ধুর জন্য দোয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সবাই আজ তার আত্মার মাগফেরাত কামনা করব এবং আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশতের নসিব করেন।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং বিশিষ্ট সমাজ সেবক হাজী মো. ইসরাফিল আশরাফের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সাধারণ এস এ মান্নান কচিসহ ঢাকা মহানগর উত্তর এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/জেবি)