‘মুর্তজা বশীর ছিলেন বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃৎ’

প্রকাশ | ১৫ আগস্ট ২০২০, ১৭:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শিল্পকলায় মুর্তজা বশীরের অবদান অবিস্মরণীয়। প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীর ছিলেন বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃৎ। তার অবদান এদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একইসঙ্গে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর করোনায় সংক্রমিত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন।

মুর্তজা বশীর অনেক দিন ধরেই হৃদ্‌রোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এনআই/ইএস)