মাগুরায় মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় খেয়ে স্কুলছাত্রের মৃত্যু

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০২০, ২১:৩০

মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়ের বিষক্রিয়ায় মাগুরার বিনোদপুর গ্রামে রবিবার সকালে শিমুল মোল্যা (১০) নামে এক শিশু মারা গেছে। একই সঙ্গে গুরুতর অসুস্থ শিমুলের বড় বোন আফরিন সুলতানাকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শিমুল বিনোদপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, শনিবার রাতে শিশু শিমুল ও তার বড় বোন আফরিন ভাত খাওয়ার পর স্থানীয় দোকান থেকে কেনা একটি কোমল পানীয় ভাগাভাগি করে পান করে। রাতে ঘুমানের পর ভোরে তাদের পেট ব্যথা শুরু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের সদর হাসপাতালে নেয়া হলে রবিবার ভোর ৬টার দিকে শিমুল মারা যায়। গুরুতর অসুস্থ তার বোন আফরিনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা জানা যাবে।

অন্যদিকে সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স আকলিমা খাতুন জানান, তাদের মেডিসিন ওয়ার্ডের রেজিস্ট্রার বইতে শিমুল ও আফরিনের অসুস্থতার কারণ হিসাবে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়ের বিষক্রিয়ার উল্লেখ আছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :