নড়াইলে করোনায় আ.লীগ নেতার মৃত্যু

প্রকাশ | ১৭ আগস্ট ২০২০, ১০:৪৫ | আপডেট: ১৭ আগস্ট ২০২০, ১১:১৯

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জজ কোর্টের সাবেক পিপি আইনজীবী সিদ্দিক আহম্মেদ।

রবিবার রাত সোয়া ৯টার কিছু পর ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্দিকের ভাতিজা আইনজীবী বেলায়েত হোসেন।

নড়াইল শহরের আলাদাতপুর (চরেরঘাট) এলাকার বাসিন্দা সিদ্দিক আহম্মেদের শরীরে কিছুদিন আগে জ্বর, সর্দিসহ করোনা উপসর্গ দেখা দেয়। পরে নমুনা পরীক্ষা দেওয়ার পর গত ৭ আগস্ট করোনা পজিটিভ আসে। তাকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ আগস্ট রাজধানী ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়ার পর সেখানে তিনি মারা যান।

মৃত্যুকালে সিদ্দিক আহম্মেদ স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সিদ্দিক আহম্মেদ ছাত্রজীবন থেকে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকাটাইমস/১৭আগস্ট/এমআর