কুমিল্লায় গণপরিবহনে মাস্ক না পরায় জরিমানা

প্রকাশ | ১৭ আগস্ট ২০২০, ১৫:২৬ | আপডেট: ১৭ আগস্ট ২০২০, ১৫:২৮

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লায় অতিরিক্ত ভাড়া আদায় ও মাস্ক পরিধান না করায় ১২টি মামলায় মোট ৪১ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার দিনব্যাপী কুমিল্লা থেকে ঢাকা-দাউদকান্দি-কোম্পানীগঞ্জ-চাঁদপুরসহ বিভিন্ন সড়কের কয়েকটি গণপরিবহনে জেলা নির্বাহী হাকিম আবু বকর সরকার এ জরিমানা আদায় করেন।

জেলা প্রশাসন জানায়, জেলা প্রশাসক আবুল ফজল মীরের নির্দেশনায় কুমিল্লা মহানগরী, আলেখার চর, পদুয়ার বাজার, জাঙ্গালিয়া ও ক্যান্টনমেন্ট বাসস্ট্যান্ড এলাকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সম্প্রতি কুমিল্লায় করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে যথাযথভাবে গণপরিবহনে স্বাস্থ্যবিধি প্রতিপালিত হচ্ছে কিনা এবং সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা তদারকি করতে এই আদালত পরিচালিত হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/পিএল)