জয়পুরহাটে ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০২০, ২১:২৪

জয়পুরহাটের কালাইয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্য পরিবেশে খাবার রাখার দায়ে ১৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে কালাই পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন আদালত পরিচালনা করেন।

তিনি জানান, করোনাভাইরাস আতঙ্কে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের ওষুধ ক্রয় করতে শুরু করেছে, এই সুযোগে অসাধু ফার্মেসি ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং কিছু খাবারের দোকানদার অস্বাস্থ্য পরিবেশে খাবার বিক্রি করছে- এমন খবরে কালাই পৌর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ওষুধ নিরাপত্তা ও খাদ্যে ভেজালবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদফতররের সহকারী পরিচালক দেবাশীষ রায়, স্যানিটারি পরিদর্শক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :