শক্তিশালী ফিচার ফোন আনছে নকিয়া

প্রকাশ | ১৮ আগস্ট ২০২০, ১১:১০

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

শক্তিশালী কনফিগারেশনের নতুন ফিচার ফোন আনছে নকিয়া। এই ফোনে থাকবে ফোরজি কানেক্টিভিটি। এছাড়াও এতে দেয়া হবে স্মার্টফোনের মতো অধিক র‌্যাম। 

সম্প্রতি আমেরিকার সার্টিফিকেশন সাইটে নকিয়ার নতুন ফিচার ফোনের দেখা মিলেছে।  এফসিসি সাইটে নকিয়ার এই ফোনের মডেল নম্বর টিএ-১৩১৬। সার্টিফিকেশন সাইট থেকে ফোনের কিছু স্পেসিফিকেশনও জানা গেছে। তবে মডেল নম্বর জানা গেলেও নকিয়ার এই ফোনের নাম কি হবে তা এখনও জানা যায়নি।

এফসিসি সাইট অনুযায়ী, নকিয়া টিএ-১৩১৬ ফোনে ৪জি কানেক্টিভিটি থাকবে। এতে এলটিই ৫, ৭ এবং ৩৮ ব্যান্ড সাপোর্ট করবে। এতে ১,১৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। ফোনটিতে ডুয়েল সিম সাপোর্ট করবে। এই ফোনটি বর্গাকার শেপে আসবে এবং ব্যাক কভারে দেওয়া হবে নকিয়ার লোগো। আসা করা যায় ফোনটি ৫ হাজার টাকার রেঞ্জে আসবে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এজেড)