যশোরে আরও ৬৩ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৫:৫১ | প্রকাশিত : ১৮ আগস্ট ২০২০, ১৫:৩০

যশোরে নতুন করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজের পরীক্ষায় যশোরের ১৫৫টি নমুনা পরীক্ষার রিপোর্টে ৬৩টির করোনা পজেটিভ আসে। মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেহেনেওয়াজ জানান, নতুন শনাক্তদেরসহ এ পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৪৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে৷ এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৭৩ জন৷ মৃত্যু হয়েছে ৩৩ জনের৷

এদিকে নতুন আরেকটি পিসিআর মেশিন স্থাপন ও ল্যাব জীবাণুমুক্ত করার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে নমুনা পরীক্ষার কাজ পাঁচদিন বন্ধের পর সোমবার চালু হয়েছে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :