চিলমারীতে বন্যার্তদের মাঝে টিএমএসএ‘র ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ আগস্ট ২০২০, ১৬:৪০

কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস‘র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার থাহাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন।

২০০ জন দুস্থ পেয়েছেন এ ত্রাণ। প্রত্যেককে পাঁচ কেজি করে চাল, চার প্যাকেট সেমাই, বিশুদ্ধ পানি ২ লিটার, কোকাকোলা একটি ও পাঁচটি মাস্ক দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- বিশেষ অতিথি কনসালটেন্ট আনোয়ারুল ইসলাম বাচ্চু, পরিচালক অপারেশন ফোর মোহাম্মদ আলী মিঠু, যুগ্ন পরিচালক, নির্বাহী সচিবালয় মমিনুল ইসলাম, জোনাল ম্যানেজার কুড়িগ্রাম জোন শহিদুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক কুড়িগ্রাম নাগেশ্বরী রুহুল আমিন, চিলমারী শাখা ব্যবস্থাপক সেলিম হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জন্য ১ এপ্রিল থেকে মানবতা স্টোরের মাধ্যমে প্রতিদিন খাদ্য সামগ্রী (পুষ্ঠি জাতীয়) বিতরণের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় টিএমএসএস’র এ ত্রাণ বিতরণ কর্মসূচি সারা বাংলাদেশে অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :