চিরিরবন্দরে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ আগস্ট ২০২০, ১৭:২০

দিনাজপুরের চিরিরবন্দরে মাস্ক ছাড়া বাইরে ঘোরাঘুরি করায় ২৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শান্তির বাজার ও উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে তাদের ২৫টি মামলায় মোট ১৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ইরতিজা হাসান সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী তাদের এ জরিমানা করেন।

এ বিষয়ে নির্বাহী হাকিম বলেন, ‘করোনা সংক্রমণ এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। জনগণের মধ্যে মাস্ক না পরার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান আব্যহত থাকবে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :