কুমিল্লায় ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০২০, ১৩:২৮

কুমিল্লায় ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রীসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত মঙ্গলবার কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় একটি নোয়া মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে জব্দ করা হয়েছে ২০ হাজার ইয়াবা। যার আনুমানিক ৬০ লাখ টাকা।

সেইসঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত ওই মাইক্রোবাস এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ইসলামপুর গ্রামের ইমাম হোসেন আজগর, তার স্ত্রী সনিয়া এবং লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মাহাবুব আলম।

বুধবার জেলা পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসপি সৈয়দ নূরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, কক্সবাজারের একটি অজ্ঞাত স্থান থেকে বিপুল পরিমাণের ইয়াবা পাচার করতে একটি নোয়া মাইক্রোবাস ঢাকা উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সংবাদে জেলা ডিবি পুলিশের এলআইসি টিম কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় উপস্থিত হয়ে ঢাকামুখী সন্দেহজনক গাড়িগুলোর তল্লাশি চালায়। বিকেল ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি নোয়া মাইক্রোবাস টোলপ্লাজার পাশের আনসার ব্যারাকের সামনে থামানো হয়। এসময় ওই বাসে যাত্রীবেশে থাকা দুই পুরুষ এবং এক নারীকে জিজ্ঞাসাবাদ করলে তারা ইয়াবার পাচারের কথা স্বীকার করে। পরে তারাই মাইক্রোবাসের ভেতরের সিটের নিচে কার্টুনে লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার অজ্ঞাত স্থান হতে স্বল্পমূল্যে ইয়াবা ক্রয় করে বিভিন্ন রুট ব্যবহার করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে নিয়ে পাইকারী মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে।

(ঢাকাটাইমস/১৯আগসস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :