আইইডিসিআরের নতুন পরিচালক ডা. তাহমিনা শিরীন

প্রকাশ | ১৯ আগস্ট ২০২০, ১৯:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। তিনি আইইডিসিআরের সর্বশেষ পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার স্থলাভিষিক্ত হলেন। ডা. ফ্লোরা সম্প্রতি অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন পদে) পদোন্নতি পান।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাহমিনা শিরীনকে আইইডিসিআরে বদলি ও পদায়ন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পরিচালক পদে নতুন নিয়োগ পাওয়া তাহমিনা শিরীন আগে একই প্রতিষ্ঠানে অধ্যাপক (মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা) ও ভাইরোলজি বিভাগ পদে কর্মরত ছিলেন।

তাহমিনা শিরীন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সমাপ্ত করেন। এরপর তিনি এমফিল এবং পিএইচডি করেন। ২০১৩ সাল থেকে তিনি আইইডিসিআরে কর্মরত আছেন।

গত ১৩ আগস্ট আইইডিসিআরের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দেয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার থেকে সেব্রিনা নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/বিইউ/এমআর)