পর্তুগালে করোনায় বাংলাদেশি শিশুর মৃত্যু

প্রকাশ | ১৯ আগস্ট ২০২০, ২২:১৯

রনি মোহাম্মদ, পর্তুগাল

করোনায় আক্রান্ত হয়ে আয়েশা আহমেদ (৪ মাস ২১ দিন) নামে পর্তুগাল প্রবাসী ফখরুল আহমেদ লিটন কাদেরীর এক মাত্র কন্যা স্থানীয় সময় বিকাল পৌনে ৫টায় মারা গেছে।

চলতি মাসে অসুস্থ হয়ে আয়েশাকে হাসপাতালে ভর্তি করা হলে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে তার শরীরে। অবশেষে মঙ্গলবার পর্তুগালের স্থানীয় সময় বিকালে লিসবনের এস্তেফানিইয়া হাসপাতালে আয়েশা মারা যায়। আয়েশার মৃত্যুর খবর তার বাবা নিশ্চিত করেন।

নিহত আয়েশার বাবার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নিমসারে। ফখরুল আহমেদ লিটন লিসবনে দীর্ঘ থেকে পর্যটন ব্যবসার সাথে জড়িত এবং পর্তুগাল বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ পর্তুগালের বৃহত্তর কুমিল্লার সামাজিক সংগঠনের সাথে জড়িত।

পর্তুগালে করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় কোন প্রবাসীর মৃত্যু এটি। শিশু আয়েশার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি অধ্যুষিত মার্তৃম-মনিজ এলাকাসহ পর্তুগালের পুরো কমিউনিটিতে।

আয়েশার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগাল আওয়ামী লীগ, পর্তুগাল বিএনপি, ইসলামিক ফোরাম, পর্তুগাল ছাত্রলীগ, বৃহত্তর নোয়াখালীর অ্যাসোসিয়েশন, হবিগঞ্জ অ্যাসোসিয়েশন, ফরিদপুর অ্যাসিয়েশন, বিরিয়ানির বাজার ওয়েলফেয়ার ট্রান্স লিসবন, কুমিল্লা ভিক্টোরিয়াস সমর্থক গোষ্ঠী পর্তুগাল।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)