দিনাজপুরে করোনায় আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০২০, ২২:৪১

দিনাজপুরে বুধবার করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু ৫৩ জনের। আর করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪০ জনের। জেলায় ২৪ ঘণ্টায় আরও নতুন করে ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ২৬৫৩ জন। আজ ৬৫ জনসহ জেলার করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯৮৫ জন।

করোনা আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুজনের মৃত্যু হয়।

মৃতরা হলেন- শহরের মুদিপাড়া এলাকার এসএম শোয়েব (৮০)। তিনি আজ ভোরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১২ আগস্ট তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। অন্যদিকে আব্দুস সাত্তার (৬৪) নামে আরেকজনের একই হাসপাতালে দুপুরে মৃত্যু হয়। তার বাড়ি চিরিরবন্দর উপজেলার ভুষিবন্দর এলাকায়। তিনি ১৪ আগস্ট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিলেন।

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, আজ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে জেলার ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৬টি নমুনা পজিটিভ এসেছে।

পজিটিভ রিপোর্টগুলোর মধ্যে সদরে ২৩ জন, বিরলে ২ জন, কাহারোলে ২ জন, বিরামপুরে ২ জন, চিরিরবন্দরে ২ জন, নবাবগঞ্জে ২ জন এবং ঘোড়াঘাটে একজন রয়েছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :