ডুকাতির নতুন সুপারবাইক বাজারে

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০২০, ০৮:২৪

বাজারে আসছে ডুকাতির নতুন সুপারবাইক। মডেল ডুকাতি পানিগেল ভার্সন টু। ভারতে বাজারে বাইকটির দাম ধরা হয়েছে ১৫ লাখ রুপি।

স্পেসিফিকেশনের দিক থেকে নতুন এই বাইকটি ডুকাতি ৯৯৯ পেনিগেল বাইকের টেকনিক্যাল আপগ্রেড বলা যেতে পারে। ইতিমধ্যেই বাইকটি ইউরোপে লঞ্চ হয়েছে।

পেনিগেল ভার্সন টু বাইকে দেওয়া হবে লিক্যুইড কুলড ডাবল সিলিন্ডারের ৯৫৫ সিসির সুপারকোয়াডরো বিএস ৬ ইঞ্জিন। যেটি ১০,৭৫০ আরপিএমে সর্বোচ্চ ১৫৪.৯ পিএস এবং ৯,০০০ আরপিএমে ১০৪ এনএন টর্ক জেনারেট করতে সক্ষম। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি রাখা হয়েছে ১৭ লিটার। বাইকটি সিক্স স্পিড গিয়ারবক্সের সাথে আসবে।

বাইকটির সামনে ৩২০ মিমি টুইন ডিস্ক ও পিছনে ২৪৫ মিমি ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়া বাইকটির সামনে ৪৩ মিমি শোয়া আডজাস্টেবল বিগ পিস্টন ফর্ক ও পিছনে স্যাশ মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। বাইকটির কার্ব ওয়েট ২০০ কেজি ও এবং ড্রাই ওয়েট ১৭৬ কেজি। বাইকটির সিটের উচ্চতা ৮৪০ মিমি।

বাইকটিতে অ্যাগ্রেসিভ লুকিং ডুয়াল হেডল্যাম্প এবং এলইডি ড্রিল দেওয়া হয়েছে। বাইকটির অন্যান্য প্রাইম ফিচারের মধ্যে আছে ট্র্যাকশান কনট্রোল সিস্টেমের সাথে ব্লুটুথ এনাবেলড ৪.৩ ইঞ্চি টিএফটি স্ক্রিন, ইঞ্ছিন ব্রেক কনট্রোল এবং তিনটি রাইডিং মুডস সিলেক্ট করার সুবিধা।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :