যশোরে আরও ৮৫ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০২০, ১৮:০৪

যশোরে নতুন করে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার এবং খুলনা মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। বৃহস্পতিবার জেলায় এই ফলাফল ঘোষণা করা হয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য তানভীর ইসলাম জানান, বুধবার তাদের ল্যাবে পরীক্ষিত যশোর জেলার ১৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৮টির করোনা পজেটিভ রিপোর্ট এসেছে৷

এদিকে খুলনা মেডিকেল কলেজ ল্যাব থেকে যশোর জেলার ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭টির নমুনা পজেটিভ রিপোর্ট আসে।

জেলা সিভিল সার্জন অফিসের দায়িত্বরত তথ্য কর্মকর্তা রেহেনেওয়াজ জানান, জেলায় নতুন শনাক্ত এই ৮৫ জনের মধ্যে যশোর শহরসহ সদরের ৫৬ জন, কেশবপুরের ১০, ঝিকরগাছার তিন, অভয়নগরের ১৩, মণিরামপুর এক, শার্শায় একজন এবং বাঘারপাড়ার একজন করে রয়েছেন৷

তিনি আরও জানান, নতুন শনাক্তদেরসহ জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৬০৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯০ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের।

(ঢাকাটাইমস/২০আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :