সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০২০, ২০:২৬

খণিজ মন্ত্রণালয়ে ও পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করেছে একটি প্রতারক চক্র। এই চক্রের দুই সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দ আরিফ হাসান ওরফে রনি এবং সাইফুল ইসলাম। গতকাল বুধবার রাতে তাদেরকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সিআইডির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডির একটি দল গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে তেজগাওয়ের মনিপুরীপাড়া এলাকার ১২/এ নম্বর বাসায় অভিযান চালিয়ে সৈয়দ আরিফ হাসান ওরফে রনিকে গ্রেপ্তার করে। সৈয়দ আরিফ হাসান রনিকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার রুম থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র, যোগদানপত্র, বেতনবিল অনুমোদনপত্র, অগ্রিম বেতন বিলের অনুমোদন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অফিস আদেশ ও বদলির আদেশসহ সাতটি বিভিন্ন সিল মোহর উদ্ধার করা হয়।

সিআইডি জানায়, রনির স্বীকারোক্তি অনুযায়ী পরবর্তীতে ফার্ম গেইটের সাগর সৈকত মার্কেটের সাইফুল ইসলামের এসএম কম্পিউটার এন্ড সার্ভিসে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন কর্মকর্তার নামের স্বাক্ষর স্কেনিংয়ের মাধ্যমে নিয়োগপত্রসহ অন্যান্য নিয়োগ সংক্রান্ত কাগজ প্রস্তুত করার অভিযোগে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার কম্পিউটারের মনিটর পিসি স্কেনার মেশিন ও প্রিন্টার জব্দ করা হয়।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।

সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এই প্রতারক চক্রের সদস্যরা বেকার যুবক যুবতীদের কাছ থেকে সরকারি বেসকারি চাকরি দেয়ার নাম করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে।

(ঢাকাটাইমস/২০ আগস্ট/এএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :