হরিরামপুরে ‘মাস্ক নাই, সেবাও নাই’

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০২০, ২১:৪৪

মানিকগঞ্জের হরিরামপুরে ‘মাস্ক নেই, সেবাও নেই' এমন স্লোগানকে সামনে নিয়ে সাধারণ মানুষদের সচেতন করতে কাজ করে যাচ্ছেন হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন।

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা অভ্যাসে পরিণত করতেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার উদ্দেশ্যে উপজেলা ভূমি অফিস থেকে এমন প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, এর মাধ্যমে হরিরামপুরবাসী করোনাভাইরাস মোকাবেলায় সচেতন হবেন।

এছাড়া, সেবাদাতা ও সেবাগ্রহিতাদের মাস্ক পরিধান ছাড়া সেবা প্রদান ও গ্রহণ থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন তিনি।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :