‘প্রধানমন্ত্রীকে হত্যা করতেই গ্রেনেড হামলা হয়েছিল’

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০২০, ১৪:৩২

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিবেদিত কর্মীদের নিঃশেষ করতে ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল এদেশের স্বাধীনতাবিরোধী শক্তি ও যুদ্ধাপরাধীরা। বঙ্গবন্ধুর আদর্শের আলোকবর্তিকা রয়েছে তার সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তাকে হত্যা করতেই ওইদিন গ্রেনেড হামলা হয়েছিল।’

জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ২১ আগস্টের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নিহতদের স্মরণে আয়োজিত নিরবতা পালন ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলীর সভাপতিত্বে এসময় জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন।

বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার মূল আসামিদের দেশে এনে বিচারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোত্তালেব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা আতাউর রহমান বিপ্লব, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, রিপন, দীপন, বাবু, ছাত্রলীগের টুটুল, বাপ্পি, প্রদীপ, লিংকন প্রমুখ।

এদিকে সকালে জেলা আওয়ামী লীগের অফিসে কালো পতাকা, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :