বেনাপোল দিয়ে পাঁচশ ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০২০, ১৫:৪৮

করোনার কারণে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকরা প্রায় ৪ মাস ২৩দিন পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। গত দুইদিনে এ চেকপোস্ট দিয়ে প্রায় ৫০০ ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন। অন্যদিকে ১২ জন বাংলাদেশি ফিরেছেন দেশে।

করোনাভাইরাস মোকাবিলায় বেনাপোল বন্দর দিয়ে সকল যাত্রিদের ভারত প্রবেশে নিষধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। এখন ভারত সরকারের কিছু শর্ত সাপেক্ষে তারা ভারতে প্রবেশ করছেন।

শর্তগুলো হলো- ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে পাসপোর্ট ও ভারতীয় হাইকমিশনে অনলাইন রেজিষ্ট্রেশন করতে হবে। আর বাংলাদেশীদের ক্ষেত্রে ১লা জুলাই ২০২০ এর পরের ভিসা হতে হবে এবং কোভিড- নো সার্টিফিকেট দেখাতে হবে। তবে পুরাতন ভিসা থাকলে তাকে ভারতীয় হাইকমিশনের অনুমতি ও কোভিড- নো সার্টিফিকেট দেখাতে হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, শর্তসাপেক্ষে কাগজপত্র সঠিক থাকলে সকল যাত্রী ভারতে প্রবেশ করতে পারবেন।

(ঢাকাটাইমস/২১আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :