গোপালগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে জনদুর্ভোগ

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ১৪:৩৪

ভারী বর্ষণ আর জোয়ারের পানিতে গোপালগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের অনেক বাড়ি-ঘর, মাছের ঘের ও ফসলি জমি। ভেঙে গেছে গ্রামের কাঁচা রাস্তা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তলিয়ে যাওয়া নিম্নাঞ্চলের অনেক পরিবার। যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব এলাকার মানুষের।

জোয়ারের পানি আর ভারি বষর্ণে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, টুঙ্গিপাড়ার, কাশিয়ানী, কোটালীপাড়া উপজেলার নিম্নাঞ্চল। ভেসে গেছে অনেক মাছের ঘের। এছাড়া নিম্নাঞ্চলের রাস্তা-ঘাট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। স্বাভাবিকের চেয়ে অধিক উচ্চতার জোয়ারের পানি আর ভারি বর্ষণে প্লাবিত হয়ে দুর্দশা বেড়েছে এসব এলাকার কয়েক হাজার মানুষের।

তলিয়ে গেছে ফসলী জমি, কয়েকশ’ পুকুর, মাছের ঘের ও সবজি খামার। নষ্ট হয়েছে চাষিদের ফসলি জমি ও সবজি ক্ষেত। দিশেহারা হয়ে পড়েছেন মৎস্য ও সবজি চাষিরা। এদিকে রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে পথচারী ও যাত্রীদের।

(ঢাকাটাইমস/২২আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :