করোনায় আক্রান্ত বড়লেখার পিআইও

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ১৭:০৮

করোনায় আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান। বৃহস্পতিবার কিশোরগঞ্জের একটি হাসাপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে শুক্রবার তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি তার গ্রামের বাড়িতে আইসোলেশনে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উবায়েদ উল্লাহ খান নিজেই।

তিনি জানান, করোনার উপসর্গ দেখা দিলে স্থানীয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এরপর শুক্রবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভালো।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান বলেন, করোনাকালে সর্বদা মাঠে ছিলেন পিআইও উবায়েদ উল্লাহ খান। ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তের বাড়ি খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে সবসময় সামনে থেকে কাজ করেছেন। দায়িত্ব পালনকালে তিনি করোনা আক্রান্ত কারো মাধ্যমে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি তার গ্রামের বাড়িতে আইসোলোশেন রয়েছেন। আমরা তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিচ্ছি।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :