সৈয়দপুরে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ১৯:৩৪

নীলফামারীর সৈয়দপুরে করোনা আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। দুজনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মৃত ব্যক্তিরা হলেন, উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকার মৃত রইস উদ্দিনের স্ত্রী আম্বিয়া বেগম (৭৩)।

শনিবার সকালে মারা যাওয়া আম্বিয়াকে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই বৃদ্ধার করোনা পজেটিভ রিপোর্ট গত ১৫ আগস্ট রাতে পাওয়া যায়।

অন্যদিকে সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া মহল্লার মৃত তোসাদ্দেক হোসেনের ছেলে ইরফান আনসারী (৫০) গত বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার সকালে শহরের হাতিখানা কবরস্থানে তাকে দাফন করা হয়। এ দুইজনই অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে নমুনা পরীক্ষা করান।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ইরফানের নমুনার পজেটিভ রিপোর্ট পেয়ে তার বাড়ি লকডাউনের জন্য মুঠোফোনে যোগাযোগ করলে জানতে পারেন তিনি গত বৃহস্পতিবার রাতেই মারা গেছেন এবং শুক্রবার তাকে দাফন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী চিকিৎক ডা. আরমান আলী রনি জানান, রংপুর মেডিকেলে ভর্তি হয়ে নমুনা পরীক্ষা করায় ইরফানের করোনা আক্রান্তের বিষয়ে আমরা আগে থেকে জানতাম না। তাই তার দাফন স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হওয়ার বিষয়টি তদারকি করা সম্ভব হয়নি।

তবে আম্বিয়া বেগমের দাফন যথারীতি নিয়ম মেনে সম্পন্ন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :