যশোরে আরো নতুন করে ১০২ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ২৩ আগস্ট ২০২০, ০০:১৪

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরে নতুন করে গত ২৪ ঘণ্টায় আরো ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শনিবার জেলায় এই ফলাফল ঘোষণা করা হয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য তানভীর ইসলাম জানান, শুক্রবার তাদের ল্যাবে পরীক্ষিত যশোর জেলার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০২টির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে৷

সিভিল সার্জন অফিসের দায়িত্বরত তথ্য কর্মকর্তা রেহেনেওয়াজ জানান, জেলায় ২৫১টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত এই ১০২ জন পজিটিভ৷ শনিবার দুপুর পর্যন্ত যশোর জেলায় মোট দুই হাজার ৭৬৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যে এক হাজার ৬৩২ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৩৬ জন। এগুলো হলো সদর উপজেলায় ৪৯ জন, কেশবপুর ১৩ জন, অভয়নগর ৫, চৌগাছা ৫, মনিরামপুর ৯, শার্শা ৬, ঝিকরগাছা ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে৷

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এলএ)