করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০২০, ১২:৪৫

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম বৈদ্যনাথ সরকার (৬০)। রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

বৈদ্যনাথ সরকার সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভানালী গ্রামের কানাইলাল সরকারের ছেলে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানস কুমার মন্ডল জানান, জ¦র, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আশাশুনির শোভনালী গ্রামের বৈদ্যনাথ সরকার গত ৮ আগস্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। পরদিন তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার রাতে তিনি মারা যান। রবিবার পর্যন্ত পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিকে সৎকারের জন্য বলা হয়েছে। তার বাড়ি লকডাউনের জন্য প্রশাসনকে বলা হয়েছে।

এ নিয়ে সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন ৭৮ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৬ জন।

ঢাকাটাইমস/২৪আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :