চিরিরবন্দরে চালতা গ্রাম স্থাপন কার্যক্রমের উদ্বোধন

প্রকাশ | ২৪ আগস্ট ২০২০, ১৬:০০ | আপডেট: ২৪ আগস্ট ২০২০, ১৬:৫৫

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

দিনাজপুরের চিরিরবন্দরে ‘চালতা গ্রাম স্থাপন’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দেশীয় ফল চালতা উৎপাদন বৃদ্ধির লক্ষে কার্যক্রমের উদ্ধোধন করা হয়। এ সোমবার সকালে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের উত্তর ভোলানাথপুর গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চিরিরবন্দরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফণী ভুষন রায়সহ শতাধিক কৃষক-কৃষাণী।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/পিএল)