রূপগঞ্জে সড়কে প্রাণ গেল কলেজছাত্রের

প্রকাশ | ২৪ আগস্ট ২০২০, ১৮:২৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২০, ১৮:৩৯

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের কালনী এলাকায় কাভ্যার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র লিমন মিয়া (২৫) নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী এশিয়ান হাইওয়ে সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এসময় উত্তেজিত জনতা বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র কালনী এলাকার বাবুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, দুপুরে লিমন তার মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে নিজ বাড়ি কালনী এলাকায় ফিরছিল। মোটরসাইকেল কালনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ক্যাভার্ডভ্যান ধাক্কা দেয়। ঘটনাস্থলে লিমনের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজন ও স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে রাখে। একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসী সড়ক অবরোধ করেছিল। এসময় তারা গাড়িতে ঢিল ছুঁড়েছে। তবে তেমন কোন ঘটনা ঘটেনি। এর আগেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এলএ)