সিংড়ায় ইউএনওর প্রচেষ্টায় গন্ধগোকুল অবমুক্ত

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০২০, ২০:৩৯

নাটোরের সিংড়ার চলনবিলের প্রত্যন্ত অঞ্চল সোনাপাতিল গ্রামে আটক গন্ধগোকুলকে অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় সিংড়ার ইউএনও নাসরিন বানুর প্রচেষ্টায় ও স্থানীয় পরিবেশ কর্মীদের সহযোগিতায় সোনাপাতিল কবরস্থানে অবমুক্ত করা হয়।

পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সকালে চলনবিলের প্রত্যন্ত অঞ্চল সোনাপাতিল গ্রামের জনৈক এক ব্যক্তির কবুতরের ঘর থেকে একটি গন্ধগোকুলকে আটক করে স্থানীয়রা। পরে রাজশাহী বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগী বন কর্মকর্তার পরামর্শক্রমে ও সিংড়ার ইউএনও প্রচেষ্টায় আটক গন্ধগোকুলকে উদ্ধার করে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ইটালি ইউনিয়ন পরিষদের গ্রাম্য পুলিশ আব্দুল হান্নান, পরিবেশ কর্মী ফজলে রাব্বী, আবু তালেব প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :