মানিকগঞ্জে বাৎসরিক ইনক্রিমেন্টের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ | ২৫ আগস্ট ২০২০, ১৩:৪২

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জের গোলড়ায় বাৎসরিক ইনক্রিমেন্টের দাবিতে বিক্ষোভ করেছেন রাইজিং স্পিনিং মিলস্‘র শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত দুই ঘন্টা যাবৎ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে তারা।

গোলড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে অবস্থানরত শ্রমিকদের সড়ক থেকে সরাতে সক্ষম হলেও পরবর্তীতে তারা কারখানার গেটে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিক্ষোভ করছে।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রায় দুই ঘন্টা রাইজিং স্পিনিং মিলসের শ্রমিকরা তাদের বাৎসরিক ইনক্রিমেন্ট আদায়ের দাবিতে মহাসড়ক অবরোধ করে। বর্তমানে মহাসড়ক পুলিশের আওতায় রয়েছে। তবে শ্রমিকরা কারখানার গেটে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দাবি আদায় প্রসঙ্গে আলোচনাও করেছেন।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/পিএল)