ফুলবাড়ী ট্রাজেডি: কেমন আছেন বাবুল রায়

শাহ্ আলম শাহী, দিনাজপুর
 | প্রকাশিত : ২৫ আগস্ট ২০২০, ২২:৪০

দিনাজপুরের ফুলবাড়ী খনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ বাবুল রায় এখন পঙ্গু। তার শরীরের অর্ধেক অংশ অবশ হয়ে গেছে। হারিয়ে গেছে তার কর্মক্ষমতা। স্ত্রীসহ তার তিন শিশু সন্তান নিয়ে ভবিষ্যত ভাবনা না ভাবলেও ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি নিয়ে তার ভাবনার শেষ নেই।

হুইল চেয়ারে বসেই তিনি বললেন, আমার জীবন থাকতে ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়ন হতে দেব না। প্রয়োজনে আবারও রক্ত দেব।

ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামে বাবুল রায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে আলাপ করলে তিনি এ কথাগুলো দৃঢ়চিত্তে বলেন।

২০০৬ সালে ২৬ আগস্টের স্মৃতির কথা বলতে গিয়ে জানান, প্রতিদিনের মতো সেদিন আর রিকশাভ্যান বের করেননি তিনি। সকালে বাড়ি থেকে খাওয়ার খেয়ে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে এশিয়া এনার্জীর অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে বের হন। তার স্ত্রী তখন ৫-৬ মাসের অন্তঃস্বত্তা।

বিকাল ৩টায় ফুলবাড়ী ঢাকা মোড় থেকে খনি বিরোধী মিছিল শুরু হলে বাবুল রায় তাতে অংশ নেন। ছোট যমুনা নদীর উপর ব্রিজের কাছে মিছিলটি আসতেই পুলিশ-বিডিআর মিলে একযোগে গুলি বর্ষণ শুরু করে। লোকজন দিক-বেদিক ছুটাছুটি শুরু করে দেয়। হঠাৎ একটি গুলি বাবুল রায়ের পিঠে এস বিদ্ধ হয়। সে রাস্তায় পড়ে যায়। তারপর আর কিছুই বলতে পারেন না।

গুলিবিদ্ধ বাবুল রায়কে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিজি হাসপাতাল, ক্রমা সেন্টার ও গণস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ ১১ মাস চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসেন। এখন হইল চেয়ারই তার সার্বক্ষণিক সঙ্গী।

বাবুল রায় বলেন, আমি আর কোনদিন দুই পায়ে ভর করে দাঁড়াতে পারবো না। আমার তিন ছেলে মেয়ে কিভাবে মানুষ হবে তাও জানি না। আমি এখন কর্মক্ষমহীন মানুষ। তাতে আমার আক্ষেপ নেই। আমি আমার মনকে বুঝাতে সক্ষম হয়েছি যে, এশিয়া এনার্জীর কালো থাবা থেকে আপাততঃ আমরা ফুলবাড়ীবাসী মুক্তি পেয়েছি। কিন্তু এখনও কয়লা খনি করার পাঁয়তারা চলছে। এ নিয়ে আমি মর্মাহত। তাছাড়া এখনও কার্যকর হয়নি ফুলবাড়ীবাসীর দেয়া সরকারের সঙ্গে ছয় দফা চুক্তি। কবে তা কার্যকর হবে- এ প্রতিক্ষার দিন গুনছি আমি।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :