করোনায় ঠাকুরগাঁও ডিসির মায়ের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০, ০০:০০

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের মা রোকেয়া বেগম (৭৫) করোনা রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহে রাজেউন)। তিনি মঙ্গলবার দুপুরে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনি:শ্বাস ত্যাগ করেন।

জেলা প্রশাসকের বাবা-মা ঠাকুরগাঁওয়ে ডিসির বাংলোতে থাকাকালে গত ৮ আগস্ট করোনায় আক্রান্ত হন। প্রথমে বাবা খন্দকার কাশেদ আলী ও পরে মা রোকেয়া বেগমকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ডিসির মা রোকেয়া বেগম মারা যান। তাকে তার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

অপরদিকে জেলা প্রশাসক মহোদয়ের পিতা খন্দকার কাশেদ আলী ঢাকা আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম। তার অবস্থাও সংকটাপন্ন।

মরহুমার মৃত্যুতে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম তার পিতার আরোগ্য কামনায় জেলাবাসীর দোয়া কামনা করেছেন।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :