চিরিরবন্দরের জলাশয়গুলোতে পোনা অবমুক্তকরণ

প্রকাশ | ২৬ আগস্ট ২০২০, ১৩:১৮

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

দিনাজপুরের চিরিরবন্দরে ২০২০-২১ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের পুকুরে ৭০ কেজি মাছের পোনা ছেড়ে এর উদ্বোধন করা হয়।

উপজেলার প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়সহ সরকারি ১৬টি প্রতিষ্ঠানের জলাশয়ে ৪০০ রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা পূরবী রাণী রায়ের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবর রহমান শাহ্সহ উপজেলা মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। (ঢাকাটাইমস/২৬আগস্ট/পিএল)