বোয়ালমারীর কুঠিবাড়ি খাল দখলমুক্ত
প্রকাশ | ২৬ আগস্ট ২০২০, ১৬:১১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের কুঠিবাড়ি খাল দখলমুক্ত করেছে প্রশাসন। প্রভাবশালীদের দখলে থাকা সরকারি এ খালটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ উন্মুক্ত করেছেন।
স্থানীয় কয়েকজনের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৬ নং চতুল ইউনিয়নের ১ নং খতিয়াতভূক্ত ১০১৯৮ নং দাগে ১ একর ৮ শতাংশ জায়গা জুড়ে রয়েছে কুঠিবাড়ি খালটি। গত কয়েক বছর ধরে স্থানীয় চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুজ্জামান লিটু শরীফ তার পছন্দের ব্যক্তিদের ইজারা দেয় সরকারি এ খালটি। এরপর খালটি দখলমুক্ত করতে স্থানীয় প্রশাসনের কাছে আবদেন জানান স্থানীয়রা।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম মোল্লা জানান, ২০ একরের বেশি সরকারি জলাধার হলে সেটি জেলা প্রশাসন ব্যবহারের অনুমোদন দেয়। কিন্তু এর কম হলে স্থানীয় নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের সঙ্গে সমন্বয় করে ইজারার অনুমোদন দেবে। তবে কোনো ইউপি চেয়ারম্যান কোনোভাবে এ কাজটি করতে পারবেন না।
চতুল ইউনিয়নের ভূমি কর্মকর্তা রাসেল খান জানান, কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে তদন্তের পর দেখা গেছে, কুঠিবাড়ি খালটির ১ একর ৮ শতাংশ জায়গা সরকারি। যা চতুল ও শেখর ইউনিয়নের মৌজায় পড়েছে।
কুঠিবাড়ি খালটি দখলে নেওয়া জাসদ ফকির বলেন, ‘ইউপি চেয়ারম্যানের নির্দেশে আমরা গত কয়েক বছর খালটি ব্যবহার করছি। খাল ব্যবহারের বিপরীতে বছরে যে অর্থ দেই তা স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হয়।’
এ বিষয়ে চেয়ারম্যান শরীফুজ্জামান বলেন, ‘খালটি আমার পূর্বের চেয়ারম্যানরা যেভাবে ব্যবহারের অনুমোদন দিতেন, আমি সেভাবেই দিয়েছি। এছাড়া খাল থেকে যে অর্থ আসে তা এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে ব্যবহার হয়। আমি বা আমার পরিষদ সেখান থেকে কোনো সুবিধা নিইনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘সরকারি খাল দখল নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় আমি উভয়পক্ষকে ডেকে নিদের্শনা দিয়েছি কেউ সেখানে যাবে না। এ ব্যাপারে প্রশাসনই পরবর্তী সিদ্ধান্ত নেবে, অন্যকেউ নয়।‘
(ঢাকাটাইমস/২৬আগস্ট/পিএল)