বন্যাদুর্গতদের জন্য বিএইচবিএফসির মানবিক সহায়তা

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০, ২০:০৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থমন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন ২৬ আগস্ট গাইবান্ধা জেলার সদর উপজেলা এবং সাঘাটা উপজেলা বন্যাদুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম নেয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন। কোভিড-১৯ বৈশ্বিক মহামারির মধ্যে সাম্প্রতিক সময়ে বন্যা পরিস্থিতির কারণে বাংলাদেশের মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। এ পরিস্থিতিতে বিএইচবিএফসি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য ডেপুটি স্পিকার মহোদয় বিএইচবিএফসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় বিএইচবিএফসির পক্ষ থেকে সদর দফতর, প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা, রংপুর জোনাল ম্যানেজার মোহাম্মদ নূরুজ্জামান ও শাখা ম্যানেজার-গাইবান্ধা হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।–বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৬আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :