পাক সফরে ইংল্যান্ডকে আমন্ত্রণ জানালেন মিসবাহ

প্রকাশ | ২৭ আগস্ট ২০২০, ০৮:৫৭ | আপডেট: ২৭ আগস্ট ২০২০, ১৪:১৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

পাকিস্তান কোচ মিসবাহ উল হক আশা করেন ইংল্যান্ড শীঘ্রই পাকিস্তান সফরে যাবে৷ করোনা ভাইরাস আবহেই ইংল্যান্ড সফরে এসেছে পাকিস্তান৷ মঙ্গলবারই শেষ হয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ৷ টেস্ট সিরিজে ১-০ হেরেছে পাকিস্তান৷ এবার শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ৷

গত দেড় দশক ধরে পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড৷ তারা শেষবার পকিস্তান সফরে গিয়েছিল ২০০৫-০৬ মৌসুমে৷ শুধু ইংল্যান্ড নয়, ২০০৯ লাহোরে শ্রীলঙ্কা টিম বাসে সন্ত্রাসবাদী হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসেনি পাকিস্তানে৷ কোনও দেশ পাকিস্তান সফরে যায়নি৷ বছর দুয়েক আগে ওয়েস্ট ইন্ডিজ ঝটিকা সফরে পাকিস্তানে গিয়েছিল৷ আর সম্প্রতি পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ৷

পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় ২০২২ ফিউচার ট্যুর প্রোগ্যাম অনুসারে পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ একজিকিউটিভ ওয়াসিম খান এর আগেই পাক সফরে আসার আর্জি জানিয়েছেন৷ পিসিবি-র ওয়েবসাইটে পাক কোচ মিসবাহ বুধবার বলেন, ‘আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছি৷ ইংল্যান্ড শীঘ্রই পাকিস্তান সফরে গেলে আমরা অত্যন্ত খুশি হব৷’

সম্প্রতি শ্রীলঙ্কা ও বাংলাদেশ পাকিস্তান সফর করেছে৷ এছাড়াও অনেক ইংল্যান্ড ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিসিএল) খেলছে৷ আজহারদের কোচ বলেন, ‘সারা বিশ্বের খেলোয়াড়রা জানে এখনও পাকিস্তান পর্যাপ্ত নিরাপত্তা দিতে সক্ষম এবং খেলোয়াড়দের কীভাবে ওয়েলকাম করা হয়৷’

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ হারে পাকিস্তান৷ ম্যানচেস্টারে প্রথম টেস্টে প্রথম ইনিংসে এগিয়ে থেকেও ম্যাচ হারে পাকিস্তান৷ তবে পরের দু’টি টেস্ট বৃষ্টি থাবা বসানোয় ফলাফল হয়নি৷ এবার শুরু হবে টি-২০ সিরিজ৷

(ঢাকাটাইমস/২৭ আগস্ট/এআইএ)