ভালো থেকো

তৃপ্তি সেন
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০, ১৪:২১

ভালো থেকো

শব্দটা তোমাকে অজস্রবার বলেছি

এতে তোমার ভীষণ আপত্তি

তোমার নাকি তাতে মনে হয়

আমি বুঝি দূরে চলে যাচ্ছি

বারবার একই কথা বলো তুমি আমাকে

ভালো থেকো বলবে না প্লিজ

এই বাক্যটা অপছন্দ তোমার

.

কেনো সেটা অনেকবার বলেছো

তারপরও বলি ভালো থেকো

শেষবার যখন তোমাকে বলেছিলাম ভালো থেকো

তুমি অভিমান করেছিলে

বলেছিলে

ভালো থেকো সুন্দর একটা উইশ

কিন্তু মানুষ কখন বলে ভালো থেকো জানো তুমি

মাথা নেড়ে বলেছিলাম জানি নে

.

তুমি বললে

ভালো থেকো ভালো থাকার প্রার্থনা হয় কখনো

ভালো থেকো প্রিয়জন থেকে দূরে গেলে বলে কেউ

কেউ বা চিরতরে হারিয়ে গেলে বলে ভালো থেকো

.

কেউ আবার তীব্র অভিমানে বলে ভালো থেকো

শুনেছিলাম তোমার ভালো থেকোর ব্যাখ্যা

জানো আমি কেনো বলি ভালো থেকো?

তোমাকে বারবার হারিয়ে ফিরে পাবার জন্য বলি ভালো থেকো

তীব্র অভিমানের দেয়ালে পেরেক ঠুকে বলি ভালো থেকো

.

ভালোবেসে বলি ভালো থেকো

দূরে যেতে গিয়ে ফিরে এসে বলি ভালো থেকো

আজ বলছি আমাকে নিয়েই ভালো থেকো

তোমাকে ভীষণভাবে আপনার করে পাবার জন্য বলছি

ভালো থেকো ভালো থেকো।

.

লেখক: সহকারী শিক্ষক (বাংলা), বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর, ঢাকা ক্যান্টনমেন্ট

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :