রিমান্ডে মিথ্যা জবানবন্দি আদায়, তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৫:৫৩ | প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০, ১৪:৪৬

নারায়ণগঞ্জে ‘হারিয়ে যাওয়া’ স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যায় তিন আসামির মিথ্যা স্বীকারোক্তি নেয়ার অভিযোগে তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সব নথিসহ তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই আদেশ দেন হাইকোর্ট।

চলতি মাসের শুরুতে নারায়ণগঞ্জে নৌকায় করে বেড়াতে নিয়ে গিয়ে নিখোঁজ হন পঞ্চম শ্রেণির এক ছাত্রী। তাকে গণধর্ষণের পর হত্যা করে মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়েছে বলে একটি মামলা করেন মেয়েটির বাবা। এরপর পুলিশ অভিযান চালিয়ে বন্দর উপজেলার বুরন্ডি খলিলনগর এলাকার আব্দুল্লাহ, বুরন্ডি পশ্চিমপাড়া এলাকার রকিব ও নৌকার মাঝি খলিলুর রহমানকে গ্রেপ্তার করে। এরপর দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয় মেয়েটির কথিত প্রেমিক ও তার সহযোগীরা।

কিন্তু গত ২৩ আগস্ট রাতে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার একটি ফেক্সিলোডের দোকান থেকে ওই স্কুলছাত্রী ও তার স্বামী ইকবাল পন্ডিতকে উদ্ধার করে পুলিশ। এ নিয়ে সমালোচনার মুখে পরে রিমান্ডে নেয়া পুলিশ কর্মকর্তারা।

গ্রেপ্তার করা তিন যুবকের পরিবারের অভিযোগ, মারধরের ভয় দেখিয়ে জোরপূর্বক এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে দফায় দফায় ৪৭ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠে মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুনের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশের দুটি তদন্ত দল কাজ করছে।

রিমান্ডে নিয়ে জোরপূর্বক মিথ্যা জবানবন্দি আদায়ের ঘটনায় নারায়ণগঞ্জ পুলিশের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তিনি স্বীকারোক্তি আদায়ের নথি আদালতের মাধ্যমে তলব চান।

ঢাকাটাইমস/২৭আগস্ট/এআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :