১০ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ, আটক ৫

প্রকাশ | ২৭ আগস্ট ২০২০, ২২:৩২

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস

তারিখ পাল্টে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রির অভিযোগে রাজধানীতে পাঁচজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের(সিআইডি) ঢাকা মেট্রো দক্ষিণের একটি গোয়েন্দা দল। এ ঘটনায় জব্দ করা হয় ১০ কোটি টাকার মূল্যের প্রসাধনী।

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার জানান, তারা  সম্প্রতি এই অপরাধী চক্রের সন্ধান পায়। যার প্রেক্ষিতে ২৫ আগস্ট রাজধানীর সাঈদ নগর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের প্রধান সুধীর মণ্ডলের গুদাম থেকে লোশন, সাবান, পাউডার, বডি স্প্রে সহ প্রায় ১০ কোটি টাকার অধিক মালামাল জব্দ করে। উদ্ধার করা হয় প্রসাধনীর গায়ে ম্যানুফ্যাকচারিং ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তনে ব্যবহৃত কেমিক্যাল, কালি ও একটি মেশিন।

আটক পাঁচজন হলেন শংকর মণ্ডল (৩৪), মো. হারুন অর রশিদ (৪৫), মো. সবুজ আহমেদ (৩০), মো .মনিরুজ্জামান (২৩) ও বীরেশ্বর মণ্ডল (৩৬)।  আদালতের অনুমতিতে তাদের তিন দিনের পুলিশ রিমান্ডে দেওয়া হয়েছে। এই সংক্রান্তে ভাটারা থানার মামলাটির তদন্ত অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/ এএ/ ইএস)