সিরাজগঞ্জে ৮ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ | ২৮ আগস্ট ২০২০, ১৬:১৬ | আপডেট: ২৮ আগস্ট ২০২০, ১৭:১৮

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজগঞ্জে দেশীয় আটটি পাইপগানসহ গোপাল চন্দ্র সূত্রধর (৩২) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

আটক গোপাল চন্দ্র জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ সূত্রধরের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুর আলমের দিক নির্দেশনায় দৌলতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে আটটি পাইপগানসহ গোপাল চন্দ্রকে আটক করা হয়।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/পিএল