হাওরে ঘুরতে গিয়ে প্রাণ গেল পর্যটকের

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ০৭:৪২

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে ঘুর‌তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে মারা গেছেন এক পর্যটক। তার নাম মাহমুদুল হাসান চৌধুরী। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে উপ‌জেলার হাওরের হাসানপুর সেতু এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত মাহমুদুলের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবা‌ড়ি উপ‌জেলার না‌নিয়াপাড়া গ্রা‌মে। তার বাবার নাম আব্দুল মা‌লেক চৌধুরী। দিনাজপু‌রের ফুলপুর উপজেলা কার্যাল‌য়ে সহকা‌রী প্রোগ্রামার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন তিনি।

আহতরা হলেন- ঢাকার ম‌তি‌ঝিল এলাকার শামসুল হক, ঢাকার মিরপুরের হাউজিং স্টাফ কোয়ার্টা‌রের বা‌সিন্দা তান‌ভির খা‌য়ের, কু‌মিল্লার ফখরুল ইসলাম। অন্য একজনের নাম জানা যায়নি।

স্থানীয় বেশ কয়েকজন জানান, কয়েকজন বন্ধু ঢাকা থে‌কে একসঙ্গে কি‌শোরগ‌ঞ্জের হাওরের পর্যটন এলাকায় ঘুর‌তে আসেন। তারা ক‌রিমগঞ্জ উপ‌জেলার বা‌লি‌খোলা ঘাট থে‌কে এক‌টি ইঞ্জিনচা‌লিত নৌকায় ক‌রে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের অলও‌য়েদার সড়‌কে ঘু‌রতে যান। সেখান থে‌কে ফেরার প‌থে সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে মিঠামইন উপ‌জেলার হাওরের হাসানপুর সেতুর কা‌ছে পা‌নির ওপর হে‌লে থাকা পল্লী বিদ্যু‌তের এক‌টি তা‌রের স্প‌র্শে পু‌রো নৌকা‌টি বিদ্যুতা‌য়িত হ‌য়ে প‌ড়ে। এতে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে চারজনকে কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে ও নৌকার মাঝি আবুল কালামকে ক‌রিমগঞ্জ উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। রাত ১০টার দিকে হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় মাহমুদুল হাসান চৌধুরীর মৃত্যু হয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জা‌কির রাব্বানী বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ঢাকাটাইমস/২৯আগস্ট/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :