চাঁপাইনবাবগঞ্জে নিম্ন আয়ের মানুষের পাশে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ১৭:১৩

মুজিববর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে বৈদ্যুতিক ভ্যান, সেলাই মেশিন ও ছাগল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে আনুষ্ঠাকিভাবে তাদের হাতে ওইসব সামগ্রী তুলে দেন বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

এই সময় উপস্থিত ছিলেন- ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, সহকারী ভূমি কমিশনার আরিফা সুলতানা, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকসহ অন্যরা।

মুজিববর্ষ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে একজন অসহায় ব্যক্তিকে একটি বৈদ্যুতিক ভ্যান দেয়া হয়। এছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে দুই পরিবারকে দুটি সেলাই মেশিন ও আরো দুই পরিবারকে দুটি করে চারটি ছাগল দেয়া হয়।

অনুষ্ঠানে বিজিবির সেক্টর কমান্ডার বলেন, সীমান্তের নিম্ন আয়ের মানুষকে সঠিকভাবে আয়ের ব্যবস্থা করে দিয়ে সীমান্তে চোরাচালান কমে আসবে। তিনি অর্থায়নের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :