আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত

প্রকাশ | ২৯ আগস্ট ২০২০, ১৮:৩৮

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ছোটভাদড়া গ্রামের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল লতিফ লতার বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে আব্দুর রশিদের সমর্থক নাজমুল ও লতার সমর্থক সবুজের তুচ্ছ বিষয় নিয়ে বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ছোটভাদড়া গ্রামে একটি ঘটনা ঘটেছে। কোন আহতের খবর পাইনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এলএ)