নরসিংদীতে ইয়াবাসহ তিন মাদক চোরাকারবারি গ্রেপ্তার

প্রকাশ | ৩০ আগস্ট ২০২০, ১০:১০ | আপডেট: ৩০ আগস্ট ২০২০, ১১:৩৮

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস

নরসিংদীতে ১ হাজার ৯শ পিস ইয়াবাসহ তিন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার রাত ১০টার দিকে সদর মডেল থানার ভেলানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার নূরপুর গ্রামের দারু মিয়ার ছেলে কাউছার (৩২), ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সুলতানপুর গ্রামের ঝারু মিয়ার ছেলে আল আমিন (২৭) ও একই গ্রামের মৃত হাসিম ওরফে আ: রহিমের ছেলে হেলাল (২৬)।

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মোস্তাক আহম্মেদ ও সহকারী উপপরিদর্শক রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানকার ফিরোজ আলমের চায়ের স্টলের সামনে থেকে চিহ্নিত তিন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১ হাজার ৯শ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃত কাউছারের বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন জেলায় ৬টি মাদক মামলা রয়েছে।

ঢাকাটাইমস/৩০আগস্ট/প্রতিনিধি/এমআর