কাশ্মীরে সংঘর্ষে পুলিশসহ নিহত ৪

প্রকাশ | ৩০ আগস্ট ২০২০, ১০:৪১ | আপডেট: ৩০ আগস্ট ২০২০, ১১:৫৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য এবং তিনজন বিদ্রোহী বলে জানানো হয়েছে। খবর জি নিউজের।

ভারতের পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে শ্রীনগরের পন্থা চৌক এলাকায় আচমকা গুলিবর্ষণ শুরু করে তিন বিদ্রোহী। পরে পাল্টা প্রতিরোধ গড়ে নিরাপত্তাবাহিনী। গভীর রাত পর্যন্ত চলে দুপক্ষের সংঘর্ষ। এতে তিন বিদ্রোহী এবং জম্মু-কাশ্মীর পুলিশের এক এসআই নিহত হয়েছেন।

এর আগে শনিবার কাশ্মীরে চার বিদ্রোহীকে খতম করা হয়েছে বলে জানায় পুলিশ। এছাড়া এক বিদ্রোহী আত্মসমর্পণ করেছে বলেও জানানো হয়।

ঢাকা টাইমস/৩০আগস্ট/একে