কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মাষকলাই বীজ বিতরণ

প্রকাশ | ৩০ আগস্ট ২০২০, ১২:৫৫ | আপডেট: ৩০ আগস্ট ২০২০, ১২:৫৮

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণের এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মুইদ।

২০২০-২১ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার ১২০০ জন কৃষক এ বীজ ও সার পেয়েছেন।

জেলা প্রশাসক রেজাউল করিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান প্রধান, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।

এর আগে মহাপরিচালক আবদুল মুইদ জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা, রাজারহাট সদর ও ছিনাই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কমিউনিটি বীজতলা, ভাসমান বীজতলা ও ট্রে-বীজতলা কার্যক্রমের উদ্বোধন ও মাঠ পর্যায়ে রাইচ প্লান্টারের মাধ্যমে বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/পিএল)