চাঁদপুরে আরও ১২ জনের করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৬:১২ | প্রকাশিত : ৩০ আগস্ট ২০২০, ১৫:৫৩

চাঁদপুর জেলায় নতুন করে আরও ১২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। চাঁদপুরে শনিবার রাতে ৪৮ জনের নমুনা রিপোর্টের মধ্যে সাতজন ও রবিবার ৭৩ জনের মধ্যে পাঁচজনের করোনা পজেটিভ এবং ৬৮ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে।

জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে এক হাজার ৭১৮ জন এবং চিকিৎসাধীন আছে ৩৯২ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৭ জন।

জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ১২৭ জনে। এ পর্যন্ত মারা গেছে ৭৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে এক হাজার ৭১৮ জন।

রবিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাব থেকে দুই দিনের প্রাপ্ত রিপোর্ট সংখ্যা ১২১টি। এর মধ্যে পজিটিভ ১২টি এবং নেগেটিভ ১০৯টি।

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭৬ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২১, ফরিদগঞ্জ ১১, হাজীগঞ্জ ১৭, শাহরাস্তি ৭, কচুয়া ৬, মতলব উত্তর ১০, মতলব দক্ষিণ ৩ ও হাইমচর ১ জন।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :